পোস্টগুলি

ভালো থাকার সহজ উপায়

সকালে উঠে শীতল বাতাসে হাটুন। ভালো না থাকার অনেক কারন আছে তবুও অনেকে কারনগুলোকে ভুলে ভালো থাকতে চায়। তাই বলছি ভালো থাকতে হলে যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন ভাবে চলার চেষ্টা করুন। প্রতিটি সকাল যেমন নতুন নতুন অনুভুতি তেমনি আপনিও নতুন অনুভব ও চিন্তা চেতনাকে জাগিয়ে তোলুন

আসতেছে একই সাথে তিনটি ঘুর্ণিঝড়

ছবি
একই সাথে তিনটি ঘুর্ণিঝড় আসতে চলেছে। আমরা যে তথ্য পেয়েছি সে তথ্যনুযায়ী আগামী ৮ই বা ৯ই জুন একটি ঘুর্ণিঝড় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের উপকুলে ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকুলে পৌছাতে পারে। আর দুটি ঘুর্ণিঝড় ভারতের ভারতের গুজরাত ও মহারাষ্ট্রের উপকুলে পৌছাতে পারে। ঘুর্ণিঝড় মোখার মতই শক্তিশালী হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। ঘুর্ণিঝড়ের পড়ে সেসব অঞ্চলে ভারীবর্ষন হতে পারে। যার কারনে সেসব অঞ্চলে বন্যা হওয়ার ইঙ্গিত।

আজকে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা

ছবি
 আজকে রংপুরে বিভাগের দিনাজপুর, ঠাকুরগাও ও নীলফামারী জেলায় ছিলো ৪০°সে তাপমাত্রা।যা জনজীবনে এক কঠিন সময়।  রংপুর বিভাগে তাপমাত্রা ৩৮°-৪৯° এর কাছাকাছি ছিলো। এখন রংপুর বিভাগের জেলাগুলোতে চলছে ধানকাটা ও লিচু সংগ্রহের কাজ। এই গরমের প্রভাবে মানুষের কাজগুলো কষ্টের সম্মুখীন হয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য পাওয়া গেছে আগামী ২-৩ জুন তারিখ হতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।